গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীন বাংলাদেশ ডাক বিভাগের ০৫ (পাঁচ) টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে একটি পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল, খুলনা’র কার্যালয়। এটি ১৯৭৭ খ্রি. পর্যন্ত পশ্চিমাঞ্চল নামে পরিচিত ছিল। পরবর্তীতে এটি দক্ষিণাঞ্চল, খুলনা নামে পরিচিত। খুলনা সরকারী (বয়রা) মহিলা কলেজ টু পাবলিক কলেজ রোডের মধ্যবর্তী স্থানে অত্র কার্যালয়ের কার্যক্রম চলমান আছে। অত্র দপ্তরের অধীনে ০৭ (সাত) টি প্রশাসনিক (পোস্টাল) বিভাগ, একটি পোস্টাল ট্রেনিং সেন্টার, একটি জিপিও, ০৬ (ছয়) টি ফার্স্ট ক্লাস হেড অফিস, ১৭(সতের) টি বিগ্রেড হেড অফিস, ১০৩ টি উপজেলা পোস্টঅফিস রয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের সকল নিজস্ব এবং এজেন্সী সার্ভিসসহ নিয়ন্ত্রনাধীন অফিস সমূহের সকল অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম অত্র দপ্তর হতে পরিচালনা ও নিয়ন্ত্রন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS